বগুড়ায় ডোবার পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
৮ জুলাই ২০২৪ ১০:২০ | আপডেট: ৮ জুলাই ২০২৪ ১১:২৭
বগুড়া: বগুড়া সদরের বারপুর এলাকায় ডোবার পানিতে ডুবে লিমা (৬) ও জান্নাত (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুইবোন।
লিমা ও জান্নাত উপজেলার বারপুর মধ্যপাড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে। লিমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়তো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (৭ জুলাই) সকালে দুইবোন খেলতে খেলতে বাড়ির পিছনে যায়। সেখানে খেলার সময় একটি ডোবাতে পড়ে যায়। এদিকে দুই মেয়েকে না দেখে মা সোনিয়া বেগমসহ অন্যরা খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরের দিকে সোনিয়া বেগম বাড়ির পিছনের ওই ডোবায় তার মেয়েদের ভাসমান অবস্থায় দেখতে পান। তখন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওয়ালিউল্লাহ এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সারাবাংলা/ইআ