বগুড়ায় একই পরিবারের ৫ শিশুকে নিয়ে নিখোঁজ ২ নারী
৮ জুলাই ২০২৪ ১০:১৫ | আপডেট: ৮ জুলাই ২০২৪ ১৪:০৬
বগুড়া: বগুড়ার নারুলী এলাকা থেকে হঠাৎ করে নারী-শিশুসহ একই পরিবারের ৭ সদস্য ৫ দিন ধরে নিখোঁজ। এই নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে নানা গুঞ্জন চলছে। জানা গেছে, গত ৩ জুলাই থেকে ফাতেমা বেগম (৪৮) নামে এক নারী তার ৪ সন্তান ও ৩ নাতিসহ নিখোঁজ রয়েছেন।
পুলিশ বলছে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ ফাতেমা নারুলী পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যের রান্নার কাজ করতেন। এ ঘটনায় তার স্বামী আব্দুর রহমান গত শনিবার রাতে বগুড়া সদর থানায় জিডি করেছেন।
নিখোঁজদের মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। নিখোঁজরা হলেন- ফাতেমা বেগম (৪৮), রুমি বেগম (৩০), রুনা খাতুন (১৫), বিক্রম (১৩), বৃষ্টি (১৩), হাসান (৬) ও হোসেন (৬)।
নারুলী পুর্ব পাড়ার আব্দুর রহমান (৫৫) লন্ড্রি ব্যবসা করেন, গ্রামের বাড়ি লালমনিরহাটে। বড় মেয়ে রুমি বেগমকে বিয়ে দিয়েছেন। জামাই জীবন (৩৮) ভাংড়ি লোহা কেনাবেচার ব্যবসা করেন। মেয়ে ও জামাই নারুলিতে থাকেন। রহমানের স্ত্রী ফাতেমা বেগম নারুলী পুলিশ ফাঁড়িতে পুলিশ সদস্যদের রান্নার কাজ করতেন।
নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গত ২ জুলাই ফাতেমা গ্রামের বাড়িতে জমিসংক্রান্ত কাজে যাওয়ার কথা বলে কাজ থেকে ছুটি নেন। তার স্বামী রহমান জানান ৩ জুলাই সকালে তিনি ও জামাই কাজে চলে যান। বাড়িতে এসে দেখেন স্ত্রী, স্কুল পড়ুয়া মেয়ে রুনা খাতুনও ছেলে বিক্রম আলী বাড়িতে নেই। পাশে মেয়ের বাড়িতে গিয়ে দেখতে পান বড় মেয়ে রুমি বেগম, বড় নাতনি বৃষ্টি ও জমজ দুই শিশুকেও খুঁজে পাওয়া যায়নি।
দু’দিন ধরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজ করে ৫ জুলাই পুলিশকে জানান এবং শনিবার রাতে বগুড়া সদর থানায় জিডি করেন। আব্দুর রহমান তার গ্রামের বাড়ি লালমনিরহাটে গিয়েও পরিবারের নিখোঁজ সদস্যদের পাননি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওয়ালিউল্লাহ জানিয়েছেন, কিস্তির ঋণের টাকা বা অন্য কোন বিষয় এর সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সারাবাংলা/এমও