খালেদা জিয়া আবারও হাসপাতালে ভর্তি
স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৪ ০৯:৫৮ | আপডেট: ৮ জুলাই ২০২৪ ১৪:০০
৮ জুলাই ২০২৪ ০৯:৫৮ | আপডেট: ৮ জুলাই ২০২৪ ১৪:০০
ঢাকা: গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
সোমবার (৮ জুলাই) ভোর সোয়া ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা দিয়ে ভোর পৌনে ৫টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সারাবাংলা/এজেড/এমও