Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে ডানপন্থিদের হারিয়ে নাটকীয় জয়ের পথে বাম জোট

আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই ২০২৪ ০২:৩১ | আপডেট: ৮ জুলাই ২০২৪ ০২:৫৯

ফ্রান্স সংসদের দ্বিতীয় ধাপের ভোটে নিউ পপুলার ফ্রন্ট এগিয়ে রয়েছে। ছবি: অনলাইন

ফ্রান্সের প্রথম দফার সংসদ নির্বাচনে স্পষ্টই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালি (আরএন)। দ্বিতীয় দফার ভোটে তাদের নিরঙ্কুশ জয়ই ধারণা করছিল সবাই। তবে এ দফায় দেশটির মধ্য ও বামপন্থি দলগুলো একাট্টা হয়েছে। আর তাতেই বাজিমাত। দ্বিতীয় দফার ভোটে বুথফেরত জরিপ বলছে, নাটকীয়তার জন্ম দিয়ে ডানপন্থিদের হারিয়ে বাম জোটই ফ্রান্সের নির্বাচনে চূড়ান্তভাবে জিততে যাচ্ছে।

বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়, ফ্রান্সের সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের পর বুথফেরত জরিপ প্রকাশ পেতে থাকলে বামপন্থি শিবিরে উল্লাস ছড়িয়ে পড়তে থাকে। বিপরীতে ডানপন্থি শিবিরে হতাশা কাজ করছে। মূলত উগ্র ডানপন্থিদের জয় ঠেকাতে অনেক এলাকাতেই বাম ও মধ্যপন্থি প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন। আর তাতেই ওই সব এলাকায় ডানপন্থিরা শেষ পর্যন্ত জিততে পারেনি। ফল এসেছে বামপন্থিদের পক্ষে।

বিজ্ঞাপন

বুথফেরত জরিপের ফল তুলে ধরে সিএনএন বলছে, বামপন্থি নিউ পপুলার ফ্রন্ট ফরাসি সংসদের ৫৭৭টি আসনের মধ্যে ১৭২টি থেকে ১৯২টি আসন পেতে পারে। কট্টর ডানপন্থি আরএন পেতে পারে ১৩২টি থেকে ১৫২টি আসন। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থি জোটও ১৫০টি থেকে ১৭০টি আসন পেতে পারে।

ফ্রান্সে সরকার গঠনের জন্য ২৮৯টি সংসদীয় আসনে জয়ী হতে হয় কোনো দলকে। প্রথম দফার ভোট শেষে ধারণা করা হচ্ছিল, মারিন লা পেনের নেতৃত্বাধীন ডানপন্থি আরএন সেই যোগ্যতা অর্জন করবে। ওই ভোটে আরএন পেয়েছিল ৩৩ শতাংশ ভোট। বিপরীতে নিউ পপুলার ফ্রন্ট পেয়েছিল ২৮ শতাংশ ভোট, টুগেদার অ্যালায়েন্স পেয়েছিল ২০ শতাংশ ভোট।

বিজ্ঞাপন

দ্বিতীয় দফায় এসে বুথফেরত জরিপের তথ্যে ফল পুরোই উলটে গেছে। এবারে বামপন্থিরা থাকছে শীর্ষে। অন্যদিকে প্রথম ধাপে এগিয়ে থাকা কট্টর ডানপন্থি দলটি আসনসংখ্যায় তৃতীয় অবস্থানে চলে যাচ্ছে। তবে এর ফলে আবার কোনো দল বা জোটের পক্ষেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৮৯ আসন থাকছে না। সেক্ষেত্রে ঝুলন্ত সংসদের দিতে হাঁটতে হবে ফ্রান্সকে।

এক সপ্তাহের ব্যবধানে বদলে যাওয়া এই ভোটের চিত্রের পেছনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কৌশলকে কৃতিত্ব দিচ্ছেন রাজনীতি বিশ্লেষকরা। ডানপন্থিরা সরকার গঠন করলে অভিবাসনসহ নানা ইস্যুতে ফ্রান্স কট্টর অবস্থানে চলে যাবে বলে আশঙ্কা ছিল। এ অবস্থায় ম্যাক্রো প্রথম দফার ভোটের পর আহ্বান জানিয়েছিলেন, বামপন্থি ও মধ্যপন্থিরা একজোট হয়ে যেন ডানপন্থিদের জয় ঠেকিয়ে দেয়।

ম্যাক্রোর আহ্বানে সাড়া দিয়ে দ্বিতীয় ধাপে এসে বাম ও মধ্যপন্থি শ দুয়েক প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ান। আর তাতেই ফল মিলেছে। ডানপন্থিদের হারিয়ে মধ্য ও বামপন্থিরা বেশি আসনে জয় পেয়েছেন।

সারাবাংলা/টিআর

ইমানুয়েল ম্যাক্রো টপ নিউজ ডানপন্থিদের পরাজয় ফ্রান্স ফ্রান্সের নির্বাচন ফ্রান্সের সংসদ নির্বাচন বামপন্থিদের জয় মারিন লা পেন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর