Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৫ জনের, আহত ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৪ ২২:৫৬ | আপডেট: ৮ জুলাই ২০২৪ ১০:১৬

বগুড়ায় রথযাত্রার রথ বিদ্যুৎস্পৃষ্ট হলে হতাহতের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

বগুড়া: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। হাজারও মানুষের ভিড়ে সেই রথযাত্রা রূপ নেয় উৎসবে। কিন্তু লোহার তৈরি রথ বিদ্যুতের উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইনে স্পর্শ করতেই নেমে আসে বিষাদ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন পাঁচজন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। মুহূর্তেই উৎসবের আবহ পরিণত হয়েছে শোকের মাতমে।

রোববার (৭ জুলাই) রথযাত্রার সময় বগুড়া শহরের সেউজগাড়ি মোড়ে ঘটে এ দুর্ঘটনা। আহতদের শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে পাঁচজন প্রাণ হারিয়েছেন তারা হলেন— নরেশ মোহন্ত (৬০), বগুড়া ইসকন মন্দিরের সেবক অলক কুমার (৩২), আতশি (৪৫), রঞ্জিতা মোহন্ত (৫৫) ও জলি রানী সাহা (৪০)। তাদের বাড়ি সেউজগাড়ি, শাজাহানপুরের গোহাইল, সারিয়াকান্দি ও নন্দীগ্রাম উপজেলায়। আহতদের মধ্যে কয়েকজনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচ-সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের সৎকারের জন্য পরিবারপ্রতি ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েশকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। পুলিশ, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন ও নেসকোর একজন করে প্রতিনিধি রাখা হয়েছে তদন্ত কমিটিতে।

প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। সনতান ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের দড়ি ধরে যিনি টান দেন তার মনের সব ইচ্ছা পূরণ হয়, তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। আজ রোববার এ বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে সারা দেশে। বগুড়াতেও এ উৎসবে যোগ দিয়েছিলেন হাজারও সনাতন ধর্মাবলম্বী। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনায় রথযাত্রায় অংশ নেওয়া জগন্নাথ ভক্তদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। শত শত মানুষ ছুটে যান হাসপাতালে। হতাহতদের স্বজনদের কান্না-আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান অলিউল্লাহ বলেন, রথযাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিকেল সোয়া ৫টার দিকে সেউজগাড়ী আমতলা এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত চিকিৎসকরা পাঁচজনের মৃত্যুর তথ্য জানিয়েছেন। আরও কয়েকজনের অবস্থা গুরুতর।

সন্ধ্যার পর বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে সার্জারি বিভাগ পর্যন্ত হাসপাতলের প্রতিটি স্থানে ছিল উৎকণ্ঠিত মানুষদের ভিড়। চিকিৎসা সেবা নির্বিঘ্ন করতে একপর্যায়ে ওয়ার্ডের গেট বন্ধ করে দেওয়া হয়।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আহত কমপক্ষে ৪৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পরই বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ও মোহাম্মাদ আলী হাসপাতালে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে ৩৫ জনেরও বেশি বগুড়া মেডিকেল কলেজ ও তিনজন মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে দুজন নিবিড় পর্যবক্ষণে রয়েছেন।

হাসপাতালের বারান্দায় সঙ্গী রত্নাকে নিয়ে কাঁদতে দেখা গেল শেরপুর থেকে আসা অনিমাকে। জানালেন, ভাইয়ের খোঁজ নিতে হাসপাতালে এসেছেন। কিছুক্ষণ পরই ট্রলিতে করে একটি মরদেহ বের করে আনতেই মাটিতে লুটিয়ে পড়েন অনিমা। মরদেহটি ছিল তার ধর্ম ভাই অলক কুমারের।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করে শহরের সেউজগাড়ি পালপাড়ার ইসকন আনন্দ আশ্রম। মন্দিরের সামনে থেকে রথযাত্রার আনুষ্ঠানিকতার পর রথযাত্রা শুরু হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সীরা অংশ নেন। ১৫ থেকে ২৫ মিনিটের মধ্যে বিকেল সোয়া ৫টার দিকে রথযাত্রার রথ সেউজ গাড়ি মোড় এলাকায় পৌঁছায়। এ সময় রথের উঁচু অগ্রভাগ উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন তারের সঙ্গে লাগলে বিদ্যুতায়িত হয়। এতে রথের ওপরে থাকা লোকজন ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রথের ওপর ও রথ ঘিরে থাকা সবাই বিদ্যুৎস্পৃস্ট হন। উচুঁ রথ থেকে পড়ে গিয়েও আনেক আহত হন। ঘটনার আকস্মিকতায় সবাই হতবিহ্বল হয়ে পড়েন। দ্রুতই সে বিহ্বলতা কাটিয়ে সবাই বিদ্যুৎস্পৃষ্ট ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নাফ বলেন, বিদ্যুৎ সরবরাহ তারটি ১১ হাজার ভোল্টেজের ছিল। রথটির ধাতব চূড়া এর সঙ্গে লাগলে রথটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। উচ্চ ক্ষমতাসম্পন্ন সরবরাহ লাইন হওয়ায় রথ বিদ্যুতায়িত হলে এর ওপরে ও আশপাশে থাকা সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিককার আলম, সদর উপজেলা চেয়্যারম্যান লিটন পোদ্দার, সিভিল সার্জন ডা. শফিউল আজম, বগুড়া পুজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় হাসপাতালে ছুটে যান।

সারাবাংলা/টিআর

টপ নিউজ বগুড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রথ বিদ্যুৎস্পৃষ্ট রথযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর