অবরুদ্ধ শাহবাগ— কোটা বাতিল চান শিক্ষার্থীরা
৭ জুলাই ২০২৪ ১৭:০২ | আপডেট: ৭ জুলাই ২০২৪ ১৭:০৩
ঢাবি: ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেছে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) বিকেল চারটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
এর আগে, পূর্বঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে টিএসসি হয়ে শাহবাগ পৌঁছান তারা।
এদিকে, বেলা আড়াইটার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। শাহবাগ ও সায়েন্সল্যাব মোড় অবরোধের কারণে সংযুক্ত সড়কগুলোতে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে। নীলক্ষেত, মিরপুর, ধানমণ্ডি, প্রেসক্লাব, বাংলামোটর সংলগ্ন সড়কগুলোতে যানচলাচল স্থবির হয়ে আছে।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহাল ও কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল ৩টায় প্রতিটি হল ও বিভাগ থেকে মিছিল সমেত আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসতে থাকেন শিক্ষার্থীরা।
সারাবাংলা/আরআইআর/এমও