কোটা বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছে শিক্ষার্থীরা
৭ জুলাই ২০২৪ ১৬:১২ | আপডেট: ৭ জুলাই ২০২৪ ১৮:০১
ঢাবি: বিদ্যমান কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। অবরোধের কারণে নীলক্ষেত, ধানমণ্ডি, মিরপুর ও শাহবাগগামী সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কোটা ব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি শাহবাগ গিয়ে অবস্থান নেওয়ার কথা রয়েছে।
‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে সাইন্সল্যাব মোড় অবরোধ করেছে বিদ্যমান কোটাব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহাল ও কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করা হচ্ছে।
সারাবাংলা/আরআইআর/এমও
কোটা বাতিলের দাবি টপ নিউজ শিক্ষার্থী সায়েন্সল্যাব সায়েন্সল্যাব অবরোধ সায়েন্সল্যাব মোড়