Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতন’, চট্টগ্রামে মাদরাসা শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৪ ১৩:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) রাতে উপজেলার মাদার্শা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আব্দুল্লাহ (২২) বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তিনি সাতকানিয়ার ইয়াছিন মক্কী আল কাসেমী হেফজখানা ও এতিমখানার শিক্ষক এবং হাফেজ হিসেবে কর্মরত ছিলেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সারাবাংলাকে জানান, গত ১ মার্চ ১২ বছর বয়সী মাদরাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে নিজ কক্ষে ডেকে ধর্ষণের চেষ্টা করেন আবদুল্লাহ। এ ব্যাপারে কাউকে কিছু বললে শিশুটিকে মারধর করার হুমকি দেন তিনি। সর্বশেষ গত ২৭ জুন আবদুল্লাহ ওই শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে ধর্ষণ করেন।

এরপর ওই শিক্ষার্থী ঘটনাটি তার পরিবারকে জানান। গতকাল (শনিবার) বিকেলে ভুক্তভোগী শিশুর পিতা থানায় এসে ওই মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সারাবাংলা/আইসি/একে

মাদরাসা যৌন নির্যাতন শিক্ষক আটক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর