Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসকে হয়রানি বন্ধে ৪ মার্কিন সিনেটরের আহ্বান

নিউ ইয়র্ক করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৪ ১২:০৯ | আপডেট: ৭ জুলাই ২০২৪ ১৫:৩৫

ড. মুহাম্মদ ইউনূস, ফাইল ছবি

নিউ ইয়র্ক: বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং আমেরিকার প্রেসিডেনশিয়াল ও কংগ্রেশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক ড. ইউনূসের বিরুদ্ধে দুনীর্তির মামলা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং বারাক ওবামা এবং সাবেক ফাস্টর্ লেডি হিলারি ক্লিনটন তার বন্ধুস্থানীয়। এছাড়াও অনেক সিনেটরের সঙ্গে রয়েছে তার সখ্য। ড. ইউনূসের সাফল্যের পেছনে নিজের অবদানের পাশাপাশি আমেরিকার সহায়তাও অনেক কাজ করেছে।

বিজ্ঞাপন

বিভিন্ন সময় বাংলাদেশে শেখ হাসিনার সরকার তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে। মামলাও হয়েছে। কিন্তু অনেকেরই ধারণা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাসহ অন্যান্য সরকারি প্রতিবন্ধকতা মূলত ব্যক্তিগত কারণে। আবার অনেকে এইসব অভিযোগ স্বীকার করেন। তার কিছু প্রমাণও আছে।

গত ২ জুলাই সিনেটের মেজোরিটি হুইপ ডিক ডারবান অপর তিনজন সতীর্থ সিনেটরকে নিয়ে একটি বিবৃতি পোস্ট করেছেন তার ওয়েবসাইটে। তাতে বাংলাদেশ সরকারের কাছে ড. ইউনূসকে হয়রানি না করার আহ্বান জানিয়েছেন।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চারজন সিনেটর। তারা হলেন সিনেট সংখ্যাগরিষ্ঠ হুইপ ডিক ডারবান (ডেমোক্রেট, ইলিনয়), সিনেটর জেফ মার্কলে (ডেমোক্রেট, অরেগন), টিম কেইন (ডেমোক্রেট, ভার্জিনিয়া) ও পিটার ওয়েলচ (ডেমোক্রেট, ভারমন্ট)।

সিনেটর ডিক ডারবিনের ওয়েবসাইটে ২ জুলাই প্রকাশিত বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, প্রফেসর মুহাম্মদ ইউনূসের কোর্টে হাজিরা এবং তাতে সন্দেহজনক অভিযোগে তার ৬ মাস পর্যন্ত জেল হওয়ার ঝুঁকির পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দিয়েছেন তারা।

আরও বলা হয়, কমপক্ষে এক দশক ধরে প্রফেসর ইউনূস তার বিরুদ্ধে বাংলাদেশে কমপক্ষে ১০০ অপ্রমাণিত মামলার মুখোমুখি। এর আগে তার বিরুদ্ধে এই হয়রানির নিন্দা জানিয়েছেন কমপক্ষে ১০০ জন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। এরমধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। বিবৃতিতে তারা বলেন, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই কার্যক্রমের অনিয়মের বিষয়ে এরই মধ্যে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনার ভলকার তুর্ক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো আমলে নিয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, যদিও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে কিন্তু অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে এই আপাতদৃষ্টিতে ব্যক্তিগত প্রতিহিংসার অবসানে ব্যর্থতা সেই অংশীদারিত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ডিক ডারবান যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে ২০১৩ সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রদানের নেতৃত্ব দেন। বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে তার অগ্রণী অবদানের স্বীকৃতস্বরূপ তাকে ওই মেডেল দেওেয়া হয়।

এর আগে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন ডারবিন, মার্কলে, কেইন, ওয়েলচ, সিনেটর টড ইয়াং, ড্যান সালিভান, জেন শাহিন, এড মার্ক, শেরড ব্রাউন, শেলডন হোয়াইটস, রন ওয়েডেন এবং কোরি বুকার।

সারাবাংলা/একে

টপ নিউজ নোবেল বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্র সিনেটর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর