Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সভাপতি হতে এইচএসসি পাসের বিধান চ্যালেঞ্জ করে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৪ ১১:৩২ | আপডেট: ৭ জুলাই ২০২৪ ১৪:২৩

ঢাকা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো ব্যক্তি বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না এমন বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (৭ জুলাই) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন। গত সপ্তাহে টাঙ্গাইলের বাসিন্দা মো. আতিকুর রহমান এ রিট দায়ের করেন।

বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে অন্তত এইচএসসি পাস হতে হবে। আর একই ব্যক্তি পরপর দুইবারের বেশি সভাপতি হতে পারবেন না।

গত ৯ মে এ ব্যাপারে গেজেট জারি করেছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় থেকে ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ জারি করা হয়।

এতে বলা হয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে হলে কমপক্ষে এইচএসসি বা সমমানের (উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তা না হলে কেউ সভাপতি নির্বাচিত হতে পারবেন না।

এ ছাড়া কোনো ব্যক্তি একই শিক্ষাপ্রতিষ্ঠানে পরপর দুবারের বেশি সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধি হতে পারবেন না। তবে এক মেয়াদ বিরতি দিয়ে পুনরায় নির্বাচন করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

এরপর গত সপ্তাহে টাঙ্গাইলের বাসিন্দা মো. আতিকুর রহমান এ রিট দায়ের করেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

এইচএসসি পাস টপ নিউজ হাইকোর্টে রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর