Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ পুলিশের

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৪ ১০:০০ | আপডেট: ৭ জুলাই ২০২৪ ১২:২৫

ঢাকা: জগন্নাথ দেবের রথযাত্রা, কোটাবিরোধী আন্দোলনসহ কয়েকটি কর্মসূচি ঘিরে অন্যান্য দিনের চেয়ে আজ রোববার রাজধানীতে বেশি যানজট হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। বিশেষ করে রমনা, মতিঝিল ও ওয়ারী এলাকায় চলাচলকারীদের হাতে সময় নিয়ে সড়কে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (৭ জুলাই) দিনগত রাতে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপি জানায়, রোববার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও কোটাবিরোধী আন্দোলনের ফলে যানজট হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারী এলাকার জনগণকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপি সূত্রে জানা যায়, বিকেল ৩টায় প্রধান রথযাত্রা রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। ১৫ জুলাই বিকেল ৩টায় ঢাকেশ্বরী মন্দির হতে উল্টো রথযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হবে।

স্বামীবাগ রোডস্থ স্বামীবাগ আশ্রম (ইস্কন, ঢাকা) হতে জয়কালি মন্দির মোড় যাবে। পরে ইত্তেফাক মোড় হয়ে শাপলা চত্বর। তারপর দৈনিক বাংলা মোড় হয়ে রাজউক ক্রসিং। এরপর গুলিস্তানের গোলাপশাহ মাজার হয়ে পুলিশ হেডকোয়ার্টার্স। সরকারি কর্মচারী হাসপাতাল হয়ে হাই কোর্ট মাজার, দোয়েল চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার যাবে। এরপর জগন্নাথ হলের রোড দিয়ে পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে।

বিজ্ঞাপন

ডিএমপির পক্ষ থেকে এই সময়ে উপরোক্ত রোডে চলাচলকৃত যানবাহনসমূহকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/একে

কোটাবিরোধী আন্দোলন টপ নিউজ ডিএমপি পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর