কোপার সেমিতে কে কার মুখোমুখি
স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২৪ ০৯:২৪ | আপডেট: ৭ জুলাই ২০২৪ ১২:০৩
৭ জুলাই ২০২৪ ০৯:২৪ | আপডেট: ৭ জুলাই ২০২৪ ১২:০৩
কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ হয়েছে আজ। ৮ দলের জমজমাট এক লড়াই শেষে কোপা আমেরিকার এবারের আসরে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া ও উরুগুয়ে। চলুন দেখে নেওয়া যাক কোপার সেমিতে কে কার মুখোমুখি হবে।
আরও পড়ুন- টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে উরুগুয়ে
প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে হারিয়ে সবার আগে সেমিতে পৌঁছে গিয়েছিল মেসির আর্জেন্টিনা। সেমিতে তাদের প্রতিপক্ষ এবারের আসরে চমক দেখানো কানাডা। ১০ জুলাই ভোর ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে উঠেছে কলম্বিয়া। সেমিতে তাদের প্রতিপক্ষ ব্রাজিলকে টাইব্রেকারে হারানো উরুগুয়ে। ১১ জুলাই ভোর ৬টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে কলম্বিয়া ও উরুগুয়ে।
সেমিতে জয়ী দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৫ জুলাই ভোর ৬টায়।
সারাবাংলা/এফএম