Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে খেলতে চান কানাডা কোচ

স্পোর্টস ডেস্ক
৬ জুলাই ২০২৪ ১৯:১৪

প্রথমবারের মতো কোপা আমেরিকা খেলতে এসেছেন তারা। প্রথমবার অংশ নিয়েই নতুন ইতিহাস গড়েছে কানাডা। ভেনিজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে কোপার সেমিতে পৌঁছে গেছেন তারা। সেমিতে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। কোয়ার্টারে অবিশ্বাস্য এক জয়ের পর কানাডা কোচ জেসে মার্শ বলছেন, সেমিতে আর্জেন্টিনাকে হারিয়েই ফাইনাল খেলতে চান তারা।

আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল কানাডার। সেবার হেসে খেলেই তাদের হারিয়েছিলেন মেসিরা। গ্রুপে রানারআপ হয়ে কোয়ার্টার ফাইনালে এসেছিল কানাডা। সেখানে টাইব্রেকারে ভেনিজুয়েলাকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিতে পৌঁছে গেছেন তারা। সেমিতে আবারও আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা।

বিজ্ঞাপন

মার্শ বলছেন, শক্তিমত্তায় আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে থাকলেও জয় ছাড়া কিছু ভাবছেন না তারা, ‘সেমিতে আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে নামছি। এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। হয়তো সেটাও যথেষ্ট হবে না। তবে আমরা সেমিতেই থামতে চাইনা। আমাদের লক্ষ্য শুধুই ফাইনাল।’

দলের সবাইকে নিজেদের জীবনের সেরা খেলাটা খেলার আহ্বান জানিয়েছেন মার্শ, ‘কাজটা সহজ হবে না সেটা সবাই জানে। এই ম্যাচে আমাদের জীবনের সেরা খেলাটা খেলতে হবে। আমরা মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা কানাডা কোপা আমেরিকা ২০২৪

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর