Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসপাতালগুলোতে কি কি ত্রুটি আছে তা চিহ্নিত করা হচ্ছে’

ডিস্টিক্ট্র করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৪ ১৮:০৪

টাঙ্গাইল: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘দেশের সব জেলা ও উপজেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জনগণের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য সরকার উদ্যোগী হয়েছে। হাসপাতালগুলোতে কি কি ত্রুটি আছে তা চিহ্নিত করা হচ্ছে।’

শনিবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এসময় হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক, নার্সসহ সবাইকে রোগীদের প্রতি আরো আন্তরিক হবার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভায় অংশ নেন।

সারাবাংলা/এমও

বাণিজ্য প্রতিমন্ত্রী হাসপাতাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর