ফের শাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা
৬ জুলাই ২০২৪ ১৭:৩৪ | আপডেট: ৬ জুলাই ২০২৪ ১৮:২৯
ঢাকা: বিদ্যমান কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ফের শাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা। স্লোগান-গান-বক্তব্যের মধ্য দিয়ে চলছে তাদের অবরোধ কর্মসূচি।
শনিবার (৬ জুলাই) বেলা ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে বকশীবাজার-বুয়েট ঘুরে শাহবাগে এসে শেষ হয়।
মিছিলটি বুয়েট ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলে আন্দোলনকারীদের ‘বুয়েটে খবর দে, কোটাপ্রথার কবর দে’ স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলন সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চলমান আন্দোলনে বুয়েট শিক্ষার্থীদের কোনো তৎপরতা দেখা যায়নি বলে তাদের উৎসাহিত করতেই এমনটা করা হয়েছে।
পরে বেলা সাড়ে ৪টার পরে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরুদ্ধ শাহবাগে কোটাবিরোধী প্যারোডি সঙ্গীত, স্লোগান, বক্তব্যসহ বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক কর্মসূচি পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
এদিকে, শাহবাগ মোড় অবরোধ করায় আশেপাশের সংযুক্ত সড়কগুলোতে যানচলাচল বন্ধ রয়েছে।
সারাবাংলা/আরআইআর/পিটিএম