Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রাকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৪ ১৫:৫০

জয়পুরহাট: জয়পুরহাটে ট্রাকের চাপায় রাবেয়া (৬০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হিচমী এলাকার জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত নারী পথচারী রাবেয়া বেগম জয়পুরহাট সদর উপজেলার পাইকড় গ্রামের শামসুল হকের স্ত্রী।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রাবেয়া বেগম হেঁটে হিচমী বাজারে যাচ্ছিলেন। পথে হিচমী মোড়ে জয়পুরহাটগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে রাবেয়া বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সারাবাংলা/ইআ

ট্রাকচাপায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর