দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৪ ০৯:১১ | আপডেট: ৫ জুলাই ২০২৪ ১২:১৭
৫ জুলাই ২০২৪ ০৯:১১ | আপডেট: ৫ জুলাই ২০২৪ ১২:১৭
দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ি সড়কের পাঁচবাড়ি এলাকায় যাত্রীবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২৫ জনকে উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকালে সদর উপজেলার পাঁচবাড়ি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাঁচবাড়ি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
আহত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
সারাবাংলা/একে