Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দ্রফেরত জরিপ: লেবার পার্টির বিপুল জয়ের আভাস

সারাবাংলা ডেস্ক
৫ জুলাই ২০২৪ ০৮:২৭

ঢাকা: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হতে না হতেই কেন্দ্রফেরত জরিপের ফল আসা শুরু হয়েছে, যাতে লেবার পার্টির বিপুল জয়ের আভাস মিলছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

বিবিসি বলছে, ইপসোসের করা কেন্দ্রফেরত জরিপের ফলে দেখা যাচ্ছে, লেবার পার্টি ৪১০টি আসনে জয় পেতে চলেছে। যুক্তরাজ্যে কেন্দ্রীয় সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬টি আসন, যেখানে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে মোট আসন ৬৫০টি। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি হতে চলেছে। ইপসোসের জরিপে আভাস দিচ্ছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল এবার ১৩১টি আসন পেতে পারে।

জরিপের পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে রক্ষণশীলদের ১৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে যুক্তরাজের ক্ষমতায় ফিরতে চলেছে মধ্য বামপন্থি দল লেবার পার্টি।

এর মধ্য দিয়ে আরও আভাস মিলছে, লেবার নেতা হিসেবে যুক্তরাজের প্রধানমন্ত্রী হতে চলেছেন ৬১ বছর বয়সি কিয়ার স্টারমার, যিনি হবেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের নতুন বাসিন্দা।

জরিপের ফল আসতেই দেশের জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ায় তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্টারমার।

জরিপের ফলে দেখা যাচ্ছে, এবার ৬১টি আসন পেতে যাচ্ছে এড ডেভির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটস পার্টি। নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টর জাতীয়তাবাদী দল রিফর্ম ইউকে পেতে পারে ১৩টি আসন, জন সুইনির দল স্কটিশ ন্যাশনাল পার্টি পেতে পারে ১০টি আসন।

ইপসোসের জরিপ অনুযায়ী, প্লেইড সিমরু ৪টি ও গ্রিন পার্টি ২টি আসন পেতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্ররা মিলে ১৯টি আসন পেতে পারে।

বিজ্ঞাপন

ইপসোপ বিশ্বের বড় গণতান্ত্রিক দেশগুলোতে কেন্দ্রফেরত জরিপ পরিচালনায় অভিজ্ঞ।

বিবিসি লিখেছে, যুক্তরাজের নির্বাচনে কেন্দ্রফেরত জরিপটি করেছে বিবিসি, আইটিভি নিউজ ও স্কাই নিউজের জন্য।

বিবিসি বলছে, বিগত পাঁচটি নির্বাচনে ইপসোসের জরিপের ফলের সঙ্গে আনুষ্ঠানিক ফলাফলে ব্যবধান দেখা গেছে ২ থেকে সাতটি আসন।

তবে ভোটগ্রহণের হার ও শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া ভোটারদের আচরণের ওপর চূড়ান্ত ফল নির্ভর করবে বলে ধরে নেওয়া হচ্ছে। তার ওপর ‘দ্য সান’ নামের প্রভাবশালী ট্যাবলয়েড সংবাদপত্র স্টারমারের প্রতি সমর্থন জানিয়েছে।

টোরি দলের সম্ভাব্য ভরাডুবির পেছনে দক্ষিণপন্থি রিফর্ম ইউকে দলের নেতৃত্বে নাইজেল ফারাজের আচমকা আবির্ভাবকেও দায়ী করা হচ্ছে। মধ্যপন্থী লিব ডেম পার্টিও নির্বাচনে ভালো ফল করতে পারে।

স্কটল্যান্ডে ভালো ফল করার পর লেবারের মধ্যেও আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।

সারাবাংলা/একে

টপ নিউজ নির্বাচন ব্রিটেন যুক্তরাজ্য স্টারমার