Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও কর্মবিরতি পালন করলেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৪ ২২:৩৪

চুয়াডাঙ্গা: অভিন্ন সার্ভিস কোড চালু ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আজও কর্মবিরতি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীরা।

আন্দোলনের চতুর্থ দিন বৃহস্পতিবারও (৪ জুলাই) জরুরিসেবা ছাড়া যাবতীয় কার্যক্রম বন্ধ রেখে কর্মসূচি পালন করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরে অবস্থান নিয়ে কর্মসূচি সংক্ষিপ্ত সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা।

এ সময় বক্তব্য দেন, বিভিন্ন জোনাল ও সাব জোনাল অফিসের প্রকৌশলী, বিলিং সহকারি, মিটার রিডার ও ল্যাইনম্যানরা। বক্তারা অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সব চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে চাকরি স্থায়ীকরণের দাবি জানান।

সারাবাংলা/এনইউ

চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর