অটোভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, ছিটকে পড়ে মা-মেয়ে নিহত
৪ জুলাই ২০২৪ ১৭:৪৫ | আপডেট: ৪ জুলাই ২০২৪ ১৯:১৭
নাটোর: জেলার লালপুর উপজেলায় অটোভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের জামতলা তিনখুঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উধনপাড়া গ্রামের মাহাবুব আলমের স্ত্রী রুবিনা খাতুন ও তার মেয়ে রোকেয়া সুলতানা (৩)।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে মাহাবুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে জামতলা তিনখুঁটি এলাকায় পৌঁছলে কুষ্টিয়া থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে মা রুবিনা ও বাবার কোলে থেকে শিশু রুকাইয়া সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।’
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
সারাবাংলা/পিটিএম