Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৪ ১৬:৫৫ | আপডেট: ৪ জুলাই ২০২৪ ১৯:১২

রংপুর: রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ১৩ নম্বর শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা দেলোয়ারা বেগম ও তার ছেলে ইদা মিয়া এবং প্রতিবেশী ইবলুল মিয়া। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দেলোয়ারা বেগম নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ওপর মই রেখে শাক সংগ্রহ করছিলেন। একপর্যায়ে ট্যাংকের জরাজীর্ণ ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান। তার চিৎকার শুনে ছেলে ইদা মিয়া মাকে বাঁচাতে ট্যাংকের ভেতরে নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ইবলুল মিয়া ট্যাংকে নেমে উদ্ধারের চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অসাবধানতার কারণে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় মিঠাপুকুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

সারাবাংলা/একে

টপ নিউজ মিঠাপুকুর সেপটিক ট্যাংক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর