কোটা বিরোধী আন্দোলন: ঢাবির হলে হলে ছাত্রলীগের বাধার অভিযোগ
৪ জুলাই ২০২৪ ১৪:০০
ঢাকা: কোটা বিরোধী আন্দোলনে অংশ নিতে সাধারণ শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিভিন্ন আবাসিক হলের গেইটে তালা লাগিয়ে এবং গেইটের সামনে দাঁড়িয়ে ‘ভয়ভীতি’ দেখিয়ে আন্দোলনে অংশ না নিতে করছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের ফটকে ছাত্রলীগ নেতাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরমধ্যে মাস্টারদা সূর্যসেন হলের ফটকে তালা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন, রাকিব হোসেন, মুন্সী রাকিব হোসেন, তৌহিদুজ্জামান অভি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান শৈশব, সাহিত্য সম্পাদক আরিফুর রহমান যুবরাজ, প্রচার সম্পাদক ফয়সাল হল শাখা ছাত্রলীগের শীর্ষপদপ্রত্যাশিদের মূল ফটকের সামনে অবস্থান নিতে দেখা যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দুপুর ১১টায় শাহবাগে অবরোধ কর্মসূচিতে অংশ নিতে হল থেকে বের হতে গিয়ে দেখেন, ছাত্রলীগের নেতাকর্মীরা হলগেইটে তালা দিয়েছেন। পরে তারা হলের ভেতরে জড়ো হন।
একপর্যায়ে, দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের মিছিলটি সূর্যসেন হল গেইটে এসে গেইট খুলে তাদের বের করে আনেন।
এদিকে সকাল বিশ্ববিদ্যালয়ের জসীমউদদীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সহ একাধিক আবাসিক হলে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা আন্দোলনে অংশ নিতে বাধার শিকার হচ্ছে অভিযোগ জানাচ্ছেন শিক্ষার্থীরা।
জসীমউদ্দিন হলের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত হলের শীর্ষ পদপ্রত্যাশীরা হল গেইটে দাঁড়িয়ে আন্দোলনে অংশ নিতে চাওয়া শিক্ষার্থীদের ভয় ভীতি দেখাচ্ছেন।
সারাবাংলা/আরআইআর/ইআ