Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৪ জুলাই ২০২৪ ০৮:৫৫ | আপডেট: ৪ জুলাই ২০২৪ ০৯:৫৯

ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে শীর্ষ ৮ এ থেকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে কাদের মুখোমুখি হবেন শান্তরা, সেটাই ছিল বড় প্রশ্ন। অবশেষে ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ। গ্রুপ-১ এ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে পড়েছে বাংলাদেশ। অন্য গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।

বিজ্ঞাপন

ভারতের আপত্তির মাঝেই আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি শুরু করেছে আয়োজন দেশ পাকিস্তান। এর অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে দুটি গ্রুপ ও ম্যাচের ভেন্যুও। পাকিস্তানের গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আছে বাংলাদেশ, নিউজিল্যান্ডও। অন্য গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি, চলবে ৯ মার্চ পর্যন্ত। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো। লাহোরে হবে ৭টি ম্যাচ, করাচিতে ৩টি ও রাওয়ালপিন্ডিতে ৫টি। করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে লাহোরে।

তবে শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে বদলে যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু। এশিয়া কাপের মতো হাইব্রিড পদ্ধতিতেই হতে পারে এই টুর্নামেন্ট।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ টপ নিউজ পাকিস্তান বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর