Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসির উদ্যোগে স্মার্ট স্কুলবাস সার্ভিস চালু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৪ ১৮:১৭ | আপডেট: ৩ জুলাই ২০২৪ ২১:৩৩

ঢাকা: ট্রাফিক জ্যাম কমানোর লক্ষ্যে স্মার্ট স্কুলবাস চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ডিনসিসি মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বিজ্ঞাপন

উদ্যোগটি বাস্তবায়নে ডিএনসিসি, বিআরটিসি ও ডিএমপি যৌথভাবে কাজ করবে। ডিএনসিসি স্মার্ট স্কুল বাসগুলোকে সব ইন্টারসেকশনে অগ্রাধিকার দেবে ডিএমপি। শিক্ষার্থীদের ভাড়া প্রতি কিলোমিটার হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভাড়ার পরিমাণ মাসিক ৮০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত হতে পারে। ইতোমধ্যে ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস চালুর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩৯টি স্থানে নিজস্ব ব্যয়ে স্কুল বাস স্টপেজ নির্মাণ করেছে।

মেয়র বলেন, ‘আট থেকে ১০ জন শিক্ষার্থী ভ্যানে করে বা মাইক্রোবাসে স্কুলে যাওয়া-আসা করা অনেকটাই অনিরাপদ। ঝুঁকি নিয়ে আমাদের বাচ্চারা স্কুলে যায়। তাই শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ডিএনসিসি স্মার্ট স্কুলবাস সার্ভিস চালু করতে যাচ্ছি। পরীক্ষামূলকভাবে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে তিনটি বাস দিয়ে এটি শুরু করেছি। পর্যায়ক্রমে অন্য স্কুলগুলোতে এই স্কুলবাস সার্ভিস চালু করা হবে। স্কুলবাস সার্ভিস শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।’

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষায় যে বিনিয়োগ করছেন, তার সঙ্গে সিটি করপোরেশন যোগ হলে তখন ভিন্নমাত্রা পায়। এই স্কুলবাস সার্ভিস চালু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন যুগান্তকারী অধ্যায় শুরু করেছে। আমরা অনুরোধ করব, বাস সার্ভিসটি শুধু স্কুলভিত্তিক না করে, এলাকাভিত্তিক কোনো রুট পরিচালিত করা যায় কি না। প্রত্যেকটি বিদ্যালয়ে বাস দেওয়া কতটা সম্ভব হবে জানি না। তবে বাস শেয়ারিংটা যেন হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আশপাশের স্কুলের শিক্ষার্থীরা বাস সার্ভিসের সুবিধা পেলে সিটি করপোরেশনের কষ্ট সার্থক হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু সরকারি ও আধা সরকারি স্কুল নয়, বরং যেসব বিদ্যালয়ে নিজস্ব গাড়িতে চড়ে শিক্ষার্থীরা আসে সেই স্কুলগুলোকে মার্ক করতে হবে। গাড়ির বাস্তব ব্যবহার বোঝাতে হবে। পয়সা থাকেলই দামি গাড়িতে করে বাচ্চাদের স্কুলে আনতে হবে এমন মনোভাব থেকে অভিভাবকের বেরিয়ে আসতে হবে। স্কুলের পথ পায়ে হাঁটা হলে হেঁটেই যেতে হবে। শিশুদের যেভাবে গড়া হবে তারা তেমনি বেড়ে উঠবে। তাই আমাদের সন্তানদের ভোগবাদী মানসিকতা থেকে দূরে রাখতে হবে।’

সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র জানান, ‘স্মার্ট স্কুল বাসগুলোয় সিসি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অ্যাপসের মাধ্যমে ট্র্যাকিং ব্যবস্থাও থাকবে। একটি হটলাইন নম্বরের মাধ্যমে অভিভাবকেরা সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন। প্রতিটি বাসে নিবেদিত ট্রিপ ম্যানেজার থাকবে। পরীক্ষামূলক চালু করেছি। প্রয়োজন অনুযায়ী যেকোনো ব্যবস্থা নেওয়া হবে।’

মেয়র বলেন, ‘প্রাথমিকভাবে ডিএনসিসির স্মার্ট স্কুলবাস সার্ভিসে বিদ্যানিকেতন স্কুলের ৪৬০ জন শিক্ষার্থী ইতোমধ্যে পাওয়া গেছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জানুয়ারিতে তিন হাজার শিক্ষার্থী স্কুল বাস সার্ভিসের আওতায় আসবে। এজন্য ২০টি বাস প্রয়োজন হবে। যেখানে অনেকগুলো যানবাহনের মাধ্যমে শিক্ষার্থীরা যাওয়া আসা করতো সেখানে ২০টি বাসের মাধ্যমে সার্ভিসটি দেওয়া সম্ভব হবে।’

এ সময় মেয়র জানান স্কুল বাস সার্ভিসটি পরিচালনা করতে শিক্ষার্থীদের যেন বেশি ব্যয় না হয় সেজন্য ডিএনসিসি থেকে একটি অর্থ বরাদ্দ দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শবনম জাহান শিলা, হাছিনা বারী চৌধুরী, খালেদা বাহার বিউটি, বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রমুখ।

বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে চালু হওয়া স্কুলবাস সার্ভিস জবা, গোলাপ, টগর নামে চলবে ৩ রুটে

রুট-১ : কুড়িল বিশ্বরোড (পুলিশ বক্সের কাছে)- কুড়িল চৌরাস্তা- বসুন্ধরা গেট- নদ্দা কোকাকোলা- নতুনবাজার (ভাটারা থানাসংলগ্ন), নতুনবাজার (ইউএস অ্যাম্বাসির পূর্ব পার্শ্বের ঢাকা চাকা বাসস্ট্যান্ড)- বনানী বিদ্যা নিকেতন।

রুট ২ : ১০০ ফিট রাস্তায় বসুন্ধরা গেট (২নং ব্রিজ সংলগ্ন)- ফ্যামিলি বাজার ছোলমাইদ/সাঈদনগর- নতুনবাজার বাঁশতলা- শাহজাদপুর নতুনবাজার (ইউএস অ্যাম্বাসির পূর্ব পার্শ্বের ঢাকা ঢাকা বাস স্ট্যান্ড)- বনানী বিদ্যানিকেতন।

রুট ৩ : সুবাস্তু/উত্তরবাড্ডা (থানারোড)- হোসেন মার্কেট লিংকরোড- গুদারাঘাট- গুলশান-১ টিবি গেট- ওয়ারলেস গেট- আমতলি (জলখাবার)- বনানী বিদ্যানিকেতন।

যা থাকছে স্কুলবাস সার্ভিসে

• বিআরটিসি বাসের ব্যবহার
• ট্র্যাকিং ও আরএফআইডি সুবিধা
• ছাত্রছাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য অ্যাপ
• সার্ভিসটি মনিটরিংয়ে জন্য রয়েছে অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ এবং ডিএনসিসি’র জন্য পৃথক ড্যাশবোর্ড
• ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিটি বাসে থাকবে নিবেদিত ট্রিপ ম্যানেজার
• প্রতিটি বাসের ভিতর সিসিটিভি ক্যামেরা
• আইএসই সার্ভিস
• ২৪/৭ হটলাইন সাপোর্ট

সারাবাংলা/আরএফ/পিটিএম

টপ নিউজ ডিএনসিসি স্কুলবাস সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর