Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারকা ফুটবলারদের ছাড়াই জিততে শিখতে হবে ব্রাজিলকে’

স্পোর্টস ডেস্ক
৩ জুলাই ২০২৪ ১৪:৪৫ | আপডেট: ৩ জুলাই ২০২৪ ১৪:৪৭

গ্রুপ পর্বের শেষ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করেছেন তারা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ তাই শক্তিশালী উরুগুয়ে। মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে ভিনিসিয়াস জুনিয়রের নিষেধাজ্ঞা। গ্রুপ পর্বের দ্বিতীয় হলুদ কার্ড দেখায় কোয়ার্টারে নামতে পারবেন না ব্রাজিল একাদশের সবচেয়ে বড় এই তারকা। ম্যাচ শেষে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলছেন, তারকা ফুটবলারদের ছাড়াই জিততে শিখতে হবে ব্রাজিলকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ব্রাজিলকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ৭ মিনিটেই রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস। গ্রুপ পর্বে দুই হলুদ দেখার সুবাদে কোয়ার্টারে মাঠে নামতে পারবেন না তিনি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করেছে ব্রাজিল। আর এতেই কোয়ার্টারে ভিনিসিয়াসকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে খেলতে হবে তাদের।

আরও পড়ুন- কোপার কোয়ার্টারে কে কার মুখোমুখি

দরিভাল জুনিয়র বলছেন, ভিনিসিয়াসকে ছাড়াই জয়ের আশা করতে হবে ব্রাজিলকে, ‘দুর্ভাগ্যজনকভাবে নেইমারের মতো একজনকে আমরা অনেক আগেই হারিয়েছি। পরের ম্যাচে ভিনিসিয়াস থাকবে না। আমাদের এরকম মুহূর্তে মানিয়ে নেওয়ার অভ্যাস করতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা ফুটবলারদের ছাড়াই জিততে শিখতে হবে। অন্যদের এগিয়ে আসতে হবে। এটা ছাড়া আর কোন উপায়ও নেই। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা অনেক কঠিন হবে আমাদের জন্য।’

গ্রুপ পর্বে নিজেদের স্বভাবসুলভ খেলাটা খেলতে পারেনি ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে আরও উন্নতির আশা দরিভালের, ‘সব ধরনের পরিস্থিতিই আপনাকে সামলারে হবে। কোস্টারিকার বিপক্ষে যা হয়েছে সেটাও। প্যারাগুয়ের বিপক্ষে আমরা দারুণ খেলেছি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা ভালো যায়নি। আশা করছি দল উন্নতির ধারাটা বজায় রাখবে। আমরা নিজেদের প্রস্তুতিটা ভালোই নিয়েছি। কিন্তু এটা সবসময় আপনাকে মাঠে ভালো ফলাফল এনে দেবে না।’

সারাবাংলা/এফএম

কোপা আমেরিকা ২০২৪ দরিভাল জুনিয়র ব্রাজিল ভিনিসিয়াস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর