Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে আবারও মাটি চাপায় একজনের মৃত্যু


৩ জুলাই ২০২৪ ১৩:১৩ | আপডেট: ৩ জুলাই ২০২৪ ১৬:০৪

কক্সবাজার: কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসে মাটি চাপায় একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকে এ ঘটনা ঘটে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার ইসলাম উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।

সামছু-দৌজা নয়ন বলেন, ‘মঙ্গলবার দিনভর থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। একপর্যায়ে ভোর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসত ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান।’

পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা মাটি সরিয়ে ওই লোককে উদ্ধার করেছে বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

এর আগে, গত ১৯ জুন উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড় ধসে ২ বাংলাদেশি স্থানীয় বাসিন্দা এবং ৮ জন রোহিঙ্গার মৃত্যুর ঘটনা ঘটে।

সারাবাংলা/এমও

কক্সবাজার মাটি চাপা রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর