Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেন মিনিট স্কুলের সঙ্গে আকিজ আইবস

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৪ ২০:২৪

ঢাকা: টেন মিনিট স্কুলের সঙ্গে গো লাইভ সেলিব্রেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে আকিজ রিসোর্সের বিজনেস কনসার্ন আকিজ আইবস-এর এইচআর সলিউশন পিপল ডেস্ক। এতে টেন মিনিট স্কুলের এইচআর ব্যবস্থাপনা হয়েছে আরও কার্যকরী ও সহজ, যা তাদের কর্মী এবং ব্যবস্থাপনা উভয়ের জন্যই সুফল নিয়ে এসেছে। মঙ্গলবার (২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক, আকিজ আইবস-এর চিফ মার্কেটিং অফিসার মো. আল আমীনসহ প্রতিষ্ঠান দুটির উর্ধ্বতন কর্মককর্তারা।

বিজ্ঞাপন

এ সময় আকিজ আইবস-এর চিফ মার্কেটিং অফিসার মো. আল আমীন বলেন, ‘আমাদের এই পিপল ডেস্ক (এইচআর সলিউশন) প্রযুক্তি নির্ভর এইচআর সমাধান ভবিষ্যতে প্রতিষ্ঠানকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে।’

সারাবাংলা/ইএইচটি/একে

আইবস আকিজ টেন মিনিট স্কুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর