ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
২ জুলাই ২০২৪ ১৭:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে উড়াল সড়কে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুলাই) সকালে পাঁচলাইশ থানার মুরাদপুরে আক্তারুজ্জামান ফ্লাইওভারের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাশেদ (৩২) নগরীর বন্দর থানার নিউমুরিং এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলে যাওয়া পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন সারাবাংলাকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। ফ্লাইওভার থেকে নামার সময় ভেজা সড়কে পিছলে ছিটকে পড়ে মোটরসাইকেল ও রাশেদ। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে বলে জানান এসআই।
এদিকে, চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় রাশেদকে হাসপাতালে আনার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সারাবাংলা/আরডি/পিটিএম