Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাজিত কলম্বিয়াকে নিয়ে ‘সতর্ক’ ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
২ জুলাই ২০২৪ ১৪:৩৭

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়ে হোঁচট খেয়েছিলেন তারা। দ্বিতীয় ম্যাচে দাপটের সাথে জিতেও গ্রুপের শীর্ষে উঠতে পারেনি ব্রাজিল। গ্রুপ ডি এর শেষ ম্যাচে আগামীকাল ব্রাজিলের সামনে শীর্ষে থাকা কলম্বিয়া। এই ম্যাচে জিততে না পারলে রানারআপ হয়েই কোয়ার্টার ফাইনালে খেলতে হবে সেলেসাওদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলছেন, ২৫ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়াকে নিয়ে বেশ সতর্কই থাকবেন তারা।

বিজ্ঞাপন

দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে অপরাজিত আছে কলম্বিয়া। টানা ২৫ ম্যাচে হারের মুখ দেখেনি তারা। এর মাঝে গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকেও হারিয়েছিল তারা। কোপাতে প্রথম দুই ম্যাচ জিতেই গ্রুপের শীর্ষে আছে কলম্বিয়া।

গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের সাথে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাবে কলম্বিয়া। অন্যদিকে ব্রাজিলের সামনে জয়ের বিকল্প নেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। দরিভাল বলছেন, কলম্বিয়া শক্ত চ্যালেঞ্জ জানাবে তাদের, ‘আমার মনে হয় এটা সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার অন্যতম সেরা প্রজন্ম। তাদের ফুটবলাররা পৃথিবীর ভালো ক্লাবে খেলেন। আমি নিশ্চিত ম্যাচটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই দলই রক্ষণে মনোযোগ দেবে বলে গোল করা কঠিন হবে। আমরা সতর্কই থাকব। আশা করি আমরা নিজেদের সেরাটা বের করে আনতে পারব।’

২৫ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়াকে হারানো সহজ কাজ হবে না বলেই মানছেন দরিভাল, ‘কলম্বিয়া দারুণ একটা দল। ২৫ ম্যাচে অপরাজিত থাকা সহজ কাজ না। এটা নিছকই ভাগ্যক্রমে হয় না। আমাদের নিজেদের খেলার দিকে মনোযোগ দিতে হবে। দলটা প্রতিনিয়তই ভালো খেলছে।’

সারাবাংলা/এফএম

কোপা আমেরিকা ২০২৪ ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর