Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি ড. ইব্রাহিম, সম্পাদক রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ২৩:৪৮

ঢাকা: টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকার নির্বাচনে ইব্রাহীম-হিরন পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। এতে সভাপতি হয়েছেন ড. মো. ইব্রাহিম হোসেন খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ এফ এম রেজাউল করিম (হিরন)।

শনিবার (২৯ জুন) রাজধানীর নিকুঞ্জে সমিতি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৫৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের পর গণনা শেষে রাতেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম।

বিজ্ঞাপন

নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা মনি খন্দকার, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ খোরশেদুজ্জামান মন্টু নির্বাচিত। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আট জন, একজন অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পাঁচ জন নির্বাচিত হন।

নির্বাচনে এর বাইরেও প্রচার ও প্রকাশনা সম্পাদক, শিক্ষা, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক, মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক, পরিবেশ দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, আইনবিষয়ক সম্পাদক, অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষা সম্পাদক, বিজ্ঞানপ্রযুক্তি ও আইটিবিষয়ক সম্পাদক পদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

টাঙ্গাইল জেলা সমিতি নির্বাচন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর