Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ২১:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধুর স্বামীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) সকালে উপজেলার বারশত ইউনিয়নের বণিকপাড়ার বাদল চৌধুরীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই গৃহবধূর নাম ইমা দেবী (২৫)। তিনি পেশায় একজন পোশাককর্মী বলে জানা গেছে। এ ঘটনায় তার স্বামী সজল চক্রবর্তীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সজল বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকার শিবু চক্রবর্তীর ছেলে।

বারশত ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে আমাকে সজল কল দিয়ে বিষয়টি জানায়। আমি সঙ্গে সঙ্গে তার বাড়িতে গিয়ে ইমাকে খাটের ওপর শোয়া দেখি। ইমার এক ছোট ভাইকেও সেখানে দেখতে পাই। সজল আমাকে জানায় সে দেড়টার দিকে বাড়িতে এসে তার স্ত্রীকে এ অবস্থায় দেখতে পান। এরপর সে তার শ্বশুরবাড়িতে বিষয়টি জানায়।’

তিনি আরও বলেন, ‘তার কথা-বার্তায় সন্দেহ হলে আমরা পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ জানিয়েছে ইমার গলার নিচে একটি কালো দাগ আছে। তাকে গলা টিপে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।’

বাবুল জানান, সজলের বাড়ি বাঁশখালীতে। তিনি এখানে মামার বাড়িতে নিজের টাকায় ঘর তৈরি করে স্ত্রীকে নিয়ে থাকতেন। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। তিনি প্রায়ই মদ খেয়ে স্ত্রীকে মারধর করতেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহায়ল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘সকালে ইউপি সদস্যের ফোন পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। ওই নারীর গলায় ও হাতে জখমের চিহ্ন ছিল। পারিবারিক কলহের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট দিলে বুঝতে পারব কীভাবে তাকে খুন করা হয়েছে। সজলকে আমরা ঘটনাস্থল থেকেই আটক করেছি।’

সজল খুনের বিষয় স্বীকার করেছে কি না? এমন প্রশ্নে ওসি সোহায়েল আহমেদ বলেন, ‘এটা তদন্তের বিষয়। এখন কিছু বলা যাচ্ছে না। মামলার প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

স্ত্রী খুন স্বামী গ্রেফতার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর