Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাশনাল লাইফের ৩৮% নগদ লভ্যাংশ অনুমোদন

স্পেশাল করেসনপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ২০:৫৮

ঢাকা: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

রোববার (৩০ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি। সভায় কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সংযুক্ত হন। সোমবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা তাদের বক্তব্যে কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। পরে সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের ব্যালেন্সসিট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম শেয়ারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

অনুমোদন নগদ লভ্যাংশ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর