তথ্যপ্রযুক্তি ইনস্টিউট আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
১ জুলাই ২০২৪ ১৮:৪০ | আপডেট: ১ জুলাই ২০২৪ ১৯:১৬
ঢাকা: ইনস্টিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি ( শিফট) আইন-২০২৪ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, ‘প্রশিক্ষণ, গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে এই ইনস্টিউট। মাদারীপুরের শিবচরে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট নির্মাণ হবে। ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) আইন ২০২৪-এর খসড়ায় আজ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’
মাহবুব হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তি নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে এ ধরনের ইনস্টিটিউট হচ্ছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এটি করার প্রস্তাব করা হলেও তিনি তা নাকচ করে দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এ ছাড়া রফতানি নীতি-২০২৪ এবং পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স কোম্পানি পিএলসি নামে সরকারি মালিকানাধীন একটি কোম্পানি গঠনের প্রস্তাবেও অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সারাবাংলা/জেআর/পিটিএম