রথযাত্রার দিন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি
১ জুলাই ২০২৪ ১৭:৩৫
চট্টগ্রাম ব্যুরো: সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার দিন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)।
সোমবার (১ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের পাশাপাশি রথযাত্রার দিন সরকারি ছুটিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ গদাধর দাস।
৭ জুলাই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। আর ১৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও রথযাত্রার দিন চট্টগ্রামে বড়ো আকারে শোভাযাত্রার কর্মসূচি নিয়েছে ইসকন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ৭ জুলাই নগরীর ডিসি হিল থেকে রথযাত্রা শুরু হয়ে চেরাগি, আন্দরকিল্লা, লালদিঘী, কোতোয়ালী, নিউমার্কেট, বোর্স ব্রাদার্স হয়ে নন্দনকানন গিয়ে শেষ হবে। একইভাবে ১৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
এ সময় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, নগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, নন্দনকানন ইসকন রাধামাধব মন্দির ও গৌর নিতাই সেবাশ্রমের সাধারণ সম্পাদক তারণনিত্যানন্দ দাস, সহ সভাপতি অকিঞ্চন গৌর দাস, যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ও সদস্য অপূর্ব মনোহর দাস ছিলেন।
সারাবাংলা/আইসি/একে