Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার সড়কে শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ১৭:০২

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (৩০ জুন) রাত ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহিদুল ইসলাম (৩৫) ও শিশু বায়েজিদ (৩)। তারা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। নাটোরের দিক থেকে ছেড়ে আসা আরএফএল কোম্পানির কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ওই কাভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে ভেঙে যায়। কাভার্ডভ্যানের সামনে বসে থাকা হেলপার শহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তার স্ত্রী সাথী খাতুন ও তিন বছরের ছেলে বায়জিদ হোসেনকে উদ্ধর করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বায়জিদ হোসেনকে (৩) মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/ইআ

নিহত ২ বগুড়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর