নড়াইলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
১ জুলাই ২০২৪ ১৫:২২ | আপডেট: ১ জুলাই ২০২৪ ১৭:৩৫
নড়াইল: নড়াইলের কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) মধ্যরাতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। শুকর চরানোর পর তারা সবাই খোলা মাঠে ঘুমিয়েছিলেন।
সোমবার (১ জুলাই) সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তিন জনের মরদেহ দেখতে পান। আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বজ্রপাতে নিহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায় (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিলটন রায় এবং সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালী (৫০)। এছাড়া আহত চিত্ত মালো স্থানীয় বাসিন্দা, তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিনদিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে আসেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের চারজনের মধ্যে তিন জনের মৃত্যু হয়।
সারাবাংলা/এমও