Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবিধানের ‘বিতর্কিত’ পঞ্চদশ সংশোধনী বিল বাতিলের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৪ ২২:১১ | আপডেট: ১ জুলাই ২০২৪ ০১:১৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের ১৩ বছর পূর্তির দিন ৩০ জুন রাঙ্গামাটিতে বিক্ষোভ ও সমাবেশে করেছে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: বাংলাদেশ সংবিধানের ‘পঞ্চদশ সংশোধনী’ বিলকে ‘বিতর্কিত’ অভিহিত করে বিলটি বাতিলের দাবি জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ। পাশাপাশি সব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতিও দাবি করেছে সংগঠনটি।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের ১৩ বছর পূর্তির দিন রোববার (৩০ জুন) রাঙ্গামাটিতে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ দিন সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজারের পাশে গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশ করে ইউপিডিএফ।

বিজ্ঞাপন

সমাবেশে ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক চন্দন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন ইউপিডিএফ বাঘাইছড়ি ইউনিটের প্রধান সংগঠক অক্ষয় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলার দফতর সম্পাদক কিরণ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড় উপজেলা শাখার সভাপতি বীর চাকমা, হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক নন্দা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি অর্চনা চাকমা।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইউপিডিএফ সংগঠক চন্দন চাকমা বলেন, পাহাড়িদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য সরকার একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করে পার্বত্য চট্টগ্রামসহ দেশে বসবাসরত জাতিসত্তাগুলোর ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে। এর মাধ্যমে সরকার উগ্রজাতীয়তাবাদী মুসলিম রাষ্ট্র গঠনের লক্ষ্য পরিষ্কার করেছে।

বিজ্ঞাপন

চন্দন চাকমা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশে বসবাসরত ভিন্ন ভাষাভাষী সংখ্যালঘু জাতিসত্তাগুলো বাঙালি নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে প্রণীত সংবিধানে বাঙালি জাতীয়তা আরোপ করা হলে তৎকালীন সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। আমরা পাহাড়িরা জনগণ যুগে যুগে স্বাধীন ছিলাম। কিন্তু কালক্রমে আমাদের স্বাধীনতা, ভোগলিক সীমানা কেড়ে নেওয়া হয়েছে। ব্রিটিশরা পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করে দেওয়ার কারণে পাহাড়ি জনগণের ওপর চরম দুর্দশা নেমে এসেছে, যা আজও চলমান। এসব ইতিহাস আমাদের জানতে হবে।

বাঘাইছড়ি ইউনিটের প্রধান সংগঠক অক্ষয় চাকমা বলেন, আমরা বাঙালি নই, আমরা পাহাড়ি। যে সংবিধান আমাদের বাঙালি বানায়, সেই সংবিধান আমরা মানি না। সাজেকে মুসলিমশূন্য এলাকায় বিলাসবহুল মসজিদ নির্মাণ করা হয়েছে। যেখানে চিকিৎসার অভাবে মানুষ মারা যায়, সেখানে হাসপাতাল না করে মসজিদ কেন? যেখানে কোনো মুসলিম নেই, সেখানে মুসলিমের নামে গ্রাম কেন? যেখানে নিজের ভিটামাটিতে বসত ঘর করতে বাধা, সেখানে সীমান্ত সড়ক নির্মাণ কেন?

সমাবেশে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবি জানান নেতারা।

সারাবাংলা/টিআর

ইউপিডিএফ পঞ্চদশ সংশোধনী রাঙ্গামাটি সংবিধান সংবিধানের পঞ্চদশ সংশোধনী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর