Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি মেডিকেল ছাত্রলীগের প্রথম সভাপতি তন্ময়, সম্পাদক আয়াদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৪ ২৩:৫৬ | আপডেট: ১ জুলাই ২০২৪ ০০:২০

রাঙ্গামাটি: প্রথমবারের মতো কমিটি পেল বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি মেডিকেল কলেজ। ছাত্রলীগের নতুন এই শাখার প্রথম সভাপতি হয়েছেন তন্ময় চৌধুরী, সাধারণ সম্পাদক আয়াদ শরীফ।

রোববার (৩০ জুন) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে ২৭ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহসভাপতি হয়েছেন অর্পণ ত্রিপুরা, অনুপম ভট্টাচার্য, সুমাইয়া বিনতে আমিন, এ কে এম কামরুজ্জামান রিয়াদ, ইরফান বিন কায়েস, ক্যাচিংনু মারমা, মিং এ মং মারমা, আফিফা আক্তার তৃতীয়া ও ফাহিম মুনতাসির।

আরও পড়ুন- রাঙ্গামাটি ছাত্রলীগ: ৬২ জনের কমিটিতে ৪০ সহসভাপতি, বিবাহিতরাও পদে

যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন বিক্রমাদিত্য চাকমা, জুনাইদ মাশরুর আলো, মং মং মারমা, বর্তী চাকমা, প্রাঙ্গণ মল্লিক, আসিফ ইবনে হোছাইন, দীপ্ত দে ও আকতার হোসেন আকিব।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমতিয়াজ আহসান, চিংসা মং মারমা, জিয়াদুল হক, কমল ত্রিপুরা, অংক্য চিং মারমা, অভিজিৎ বৈদ্য, আহসানুল শাফিন আহমেদ ও সৃজন কান্তি দে।

নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সারাবাংলা/টিআর

ছাত্রলীগের কমিটি রাঙ্গামাটি রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটি মেডিকেল ছাত্রলীগ