Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বজ্রপাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৪ ২৩:৩৩

নওগাঁ: জেলার রাণীনগরে বজ্রপাতে আনোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

রোববার (৩০ জুন) বিকেলে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই গ্ৰামের সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশে দুপুর থেকে জমি মাপার কাজ শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে পাশেই একটি বাড়ির উঠানে আনোয়ারসহ আরও দু’জন অবস্থান নেয়। এ সময় একটি বজ্রপাত ওই বাড়ির উঠানে পড়লে আনোয়ার নিহত হয়। আর আহন হন অপর দু’জন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবাদুল রহমান বলেন, ‘ঘটনার পর হতাহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিহত আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করে। আহত দু’জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বজ্রপাতে আহত দু’জন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

নওগাঁ বজ্রপাত যুবক নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর