Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলি-রোহিতের পর বিদায় বললেন জাদেজাও

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৪ ২০:০৬ | আপডেট: ৩০ জুন ২০২৪ ২০:০৭

বিশ্বকাপ শিরোপা নিশ্চিত হওয়ার পরপরই আন্তর্জাতিক টি-২০কে বিদায় বলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই রোহিত-কোহলির পথে হাঁটলেন রবীন্দ্র জাদেজাও। আজ জাদেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন, ভারতের জার্সি গায়ে আর টি-২০তে দেখা যাবে না তাকেও।

এবারের বিশ্বকাপে ব্যাট-বল হাতে তেমন কোন ভূমিকা রাখতে পারেননি জাদেজা। বিশ্বকাপ জয়ের পর জাদেজা জানিয়ে দিলেন, টি-২০ ফরম্যাটে আর ভারতের হয়ে খেলবেন না তিনি, ‘আমি কৃতজ্ঞতার সাথে জানাতে চাই, আন্তর্জাতিক টি-২০ কে বিদায় বলছি। আমি সবসময় আমার দেশকে সর্বোচ্চটা দিয়েছি। আশা করি অন্য ফরম্যাটে খেলা চালিয়ে যাব।’

বিজ্ঞাপন

নিজের প্রথম টি-২০ বিশ্বকাপ জেতাকে ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত মানছেন জাদেজা, ‘টি-২০ বিশ্বকাপ জেতায় স্বপ্ন পূরণ হয়েছে। এটা আমার টি-২০ ক্যারিয়ারের বড় পাওয়া। সব স্মৃতি ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

ভারতের হয়ে ৭৪টি টি-২০ ম্যাচ খেলেছেন জাদেজা। ৫১৫ রানের সাথে আছে ৫৪ উইকেটও।

সারাবাংলা/এফএম

জাদেজা টি-২০ বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর