Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্লাস-পরীক্ষা

কুবি করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৪ ১৭:৩৫

কুবি: সার্বজনীন পেনশন ব্যবস্থার ‘প্রত্যয়’ স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে আগামীকাল থেকে সব ধরণের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বিরত থাকার ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে ক্লাস, পরীক্ষা, দাফতরিক কার্যক্রম এমনকি বিভাগের একাডেমিক কোনো সভাও অনুষ্ঠিত হবে না। আমরা সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছি ফেডারেশন যে সিদ্ধান্ত নিবে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করবো। এ কারণে আগামীকাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়েও সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।’

প্রসঙ্গত, অর্থ মন্ত্রণালয়ের জারি করা শিক্ষকদের পেনশনসংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মবিরতির ঘোষণার পর দাবি আদায়ের জন্য গত ২৫, ২৬ ও ২৭ জুন অর্ধদিবস এবং ৩০ জুন (রবিবার) পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা করেছেন এবং আগামী ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর