তেজগাঁওয়ে ফুটপাত থেকে অজ্ঞাত শিশু কন্যার মরদেহ উদ্ধার
৩০ জুন ২০২৪ ১৬:৫০
ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর। পুলিশের ধারণা, কে বা কারা ওই শিশুকে হত্যা করে মরদেহ ফুটপাতে ফেলে গেছে।
রোববার (৩০ জুন) সকাল ৮টার দিকে তেঁজগাও শহীদ তাজউদ্দিন আহমেদ সরণির ফুটপাত থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক (এসআই) তানজিম ইয়াসমিন জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পৌনে ৭টার মধ্যে কে বা কারা শিশুটিকে হত্যা করে মরদেহ ফুটপাতে ফেলে গেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিস্তারিত জানার জন্য কাজ চলছে।
এসআই আরও জানান, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। শিশুটির পরনে রয়েছে একটি হাফ প্যান্ট ও ফ্রক। তার পায়ে মেহেদী লাগানো আছে।
সারাবাংলা/এসএসআর/ইআ