Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপটা দ্রাবিড়ের বেশি প্রাপ্য: রোহিত

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৪ ১৪:০৭

ক্রিকেটার হিসেবে ২০০৩ সালের ফাইনালে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছিল। ২০০৭ সালে গ্রুপ পর্বেই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার হতাশা নিয়েই ক্রিকেটকে বিদায় বলেছিলেন রাহুল দ্রাবিড়। অবশেষে কোচ হিসেবেই নিজের প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন ‘দ্যা ওয়াল’। ভারতের কোচ হিসেবে নিজের বিদায়ী ম্যাচে ট্রফি উঁচিয়েই বিদায় বললেন দ্রাবিড়। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, এই বিশ্বকাপ ট্রফিটা দ্রাবিড়ের বেশি প্রাপ্য ছিল।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর আগেই দ্রাবিড় জানিয়ে দিয়েছিলেন, দলের কোচ হিসেবে এটিই তার শেষ টুর্নামেন্ট। ‘দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জিততে হবে’, এরকম একটা ক্যাম্পেইনও চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেষ পর্যন্ত দ্রাবিড়ের হাতে কোচ হিসেবেই প্রথমবারের মতো উঠেছে বিশ্বকাপ ট্রফি। দলের সদস্যদের সাথে ট্রফি হাতে উল্লাসে মেতেছেন তিনিও।

ম্যাচ শেষে রোহিত বলছেন, ট্রফিটা অন্য সবার চেয়ে দ্রাবিড়ের বেশি প্রাপ্য ছিল, ‘এই বিশ্বকাপটা আমাদের সবার চেয়ে তারই বেশি প্রাপ্য ছিল। তিনি গত ২০-২৫ বছর ধরে ভারতীয় ক্রিকেটের জন্য কী না করেছেন! তার ঝুলিতে শুধু এই কাপটাই ছিল না। আমরা সবাই উনার জন্য খুশি। পুরো দল তাকে এই ট্রফিটা দিতে চেয়েছিলাম। সবাওই তো দেখেছেন, জয়ের পর তিনি কতোটা গর্বিত ছিলেন।’

কোচ ও দলের মাঝে দুর্দান্ত বোঝাপড়ার কারণেই এমন জয়, মানছেন রোহিত, ‘এই সাফল্য দলের মাঝে বোঝাপড়ার কারণেই এসেছে। আমরা সবাই পরিকল্পনা মাফিক খেলেছি। এই মুহূর্তটা আমাদের জন্য গর্বের। আমরা বেশি রোমাঞ্চিত দ্রাবিড়ের জন্যই। এই মানুষটা আমাদের ক্রিকেটে প্রচুর অবদান। তিনি আমাদের অনেক দিয়েছেন। এবার সেটার কিছুটা আমরা ফিরিয়ে দিতে পেরেছি।’

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪ রাহুল দ্রাবিড়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর