Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ জিতেই অবসর নিলেন কোহলি-রোহিত

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৪ ০৬:৪৬ | আপডেট: ৩০ জুন ২০২৪ ০৬:৪৮

দুজনেই খুব সম্ভবত নিজেদের শেষ টি-২০ বিশ্বকাপ খেলতে নামছেন, এটা অজানা ছিল না কারোরই। অধিনায়ক রোহিত শর্মা ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের মুকুট জিতলেও বিরাট কোহলির জন্য অধরাই ছিল এই ট্রফি। স্বপ্নের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে অবিশ্বাস্যভাবে হারিয়ে ১৭ বছর পর আবারও টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। দলকে শিরোপা জিতিয়েই আকস্মিকভাবে টি-২০ ফরম্যাটে জাতীয় দলকে বিদায় বললেন কোহলি-রোহিত দুজনেই!

বিজ্ঞাপন

শেষ ওভারের নাটকে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নাটকীয় জয়ের পর উল্লাসে, আবেগে ভাসে পুরো ভারতীয় দল। আবেগ খানিকটা বেশি ছিল কোহলি-রোহিতের।

৫৯ বলে ৭৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়েই ভক্তদের দুঃসংবাদ শোনান কোহলি। তিনি জানান, জাতীয় দলের হয়ে আর টি-২০ ফরম্যাটে দেখা যাবে না তাকে, ‘এটা আমার শেষ টি-২০ বিশ্বকাপ ছিল। এটাই আমি অর্জন করতে চেয়েছিলাম। ঈশ্বর মহান। এভাবে কাজটা শেষ করতে পেরে আমি গর্বিত। এটা ভারতের হয়ে আমার শেষ টি-২০ ম্যাচও। আমি এটাকে সর্বোচ্চ কাজে লাগাতে চেয়েছিলাম। আইসিসি ট্রফি জিতেই বিদায় বলতে চেয়েছি। আশা করি সামনের দিনগুলোতে তরুণরা দলকে এগিয়ে নেবে।’

কোহলির বিদায়ের পর একইভাবে বিদায়ের ঘোষণা দেন অধিনায়ক রোহিতও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলে তিনিও জানান, ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে আর দেখা যাবে না তাকে, ‘এটা আমারও শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ ছিল। বিদায় বলার এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। এই ফরম্যাটেই আমি ভারতের হয়ে খেলা শুরু করেছিলাম। এজন্যই আমি খুব করেই শিরোপা জিততে চেয়েছিলাম। এটা আমার জন্য খুব আবেগের মুহূর্ত। শেষ পর্যন্ত এই ট্রফি জিততে পেরে আমি খুবই খুশি।’

সারাবাংলা/এফএম

টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর