Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের পরদিন পুকুর থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৪ ২২:৫৬

লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে নিখোঁজের একদিন পর পুকুর থেকে আফাজ উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধ প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (২৯ জুন) সকালে উপজেলার গোড়ল ইউনিয়নে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আফাজ উদ্দিন (৫৫) গোড়ল ইউনিয়নের মৃত আবুর উদ্দিনের ছেলে এবং তার একটি হাত অচল ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে ছাগল খুঁজতে বের হয়েছিলেন আফাজ উদ্দিন। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একদিন পর পুকুরে তার লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই প্রশাসনকে অনুরোধ করেছি পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার জন্য।

কালীগঞ্জ উপজেলার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাদের বলেন, ‘কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমও

পুকুর প্রতিবন্ধীর মরদেহ লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর