Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে সম্রাট-মহেন-জাহিদ পরিষদ বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৪ ২১:০৯

খুলনা: খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃত্ব পেয়েছেন সম্রাট-মহেন-জাহিদ পরিষদ। ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে ১১টি পদেই বিপুল ভোটে জয় পেয়েছে এ পরিষদের নেতারা।

শনিবার (২৯ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে একটানা ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে সাঈদুজ্জামান সম্রাট ৫৯ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দী আনোয়ারুল ইসলাম কাজল পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মহেন্দ্রনাথ সেন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমল সাহা ৩ ভোট পেয়েছেন। এ ছাড়া সহ সভাপতি পদে কাজী শামীম আহমেদ ৫১ ও মো. আমিরুল ইসলাম ৫৫ ভোট যুগ্ম সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান ৫৬ কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দফতর সম্পাদক পদে সাগর সরকার ৫৫ ভোট, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন ৫৩ ও নির্বাহী সদস্য ৩টি পদে নেয়ামুল হাসান কচি ৫৮, শেখ লিয়াকত হোসেন ৫২ এবং উত্তম কুমার সরকার ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ইউনিয়নের ১২৬ জন ভোটারের ৬৪ জন ভোট দেন। বিজয়ী পরিষদ ছাড়াও কাজল-বিমল-দিলীপ পরিষদসহ দুটি প্যানেলে ২৩ প্রার্থী অংশ নেন।

নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সাবেক সভাপতি মো. মুন্সি মাহাবুব আলম সোহাগ। সদস্য ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা ও কেইউজের সদস্য হাসান আল মামুন।

ভোট গ্রহণকালীন নির্বাচন পরিদর্শনে আসেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোটের সুজিৎ অধিকারী, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু প্রমুখ।

বিজ্ঞাপন

এ ছাড়া নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্রম অধিদফতর খুলনার সহকারী পরিচালক শফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতস বসু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এর সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব, সদস্য মো. বেলাল হোসেন, বরিশাল সভাপতি মনিরুল আলম স্বপন, যশোর সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ।

সারাবাংলা/একে

কেইউজে খুলনা খুলনা সাংবাদিক ইউনিয়ন ভোট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর