ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে ভারত
২৯ জুন ২০২৪ ২০:০৪ | আপডেট: ২৯ জুন ২০২৪ ২০:১০
পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে দুই দল। বারবাডোজের স্বপ্নের ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালে টসে লড়াইয়ে জিতেছেন রোহিত শর্মা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইংল্যান্ডকে সেমিতে গুড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে কোন পরিবর্তন আনেনি ভারত। অন্য সেমিতে আফগানিস্তানকে বিধ্বস্ত করে নিজেদের ইতিহাসের প্রথম ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। ফাইনালে ভারতের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন তারাও।
একাদশ
ভারত– রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ট, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রবীন্দ্র জাদেদা, আক্সার প্যাটেল, আরশদীপ সিং, কুলদিপ যাদব, জাসপ্রীত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা – রেজা হেনড্রিকস, কুইন্টন ডি কোক, এইডেন মার্করাম, ট্রিস্টন স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসের, কেশাভ মহারাজ, তাবারিজ শামশি, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা।
সারাবাংলা/এফএম