Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উজ্জ্বল নক্ষত্র’ জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন

সারাবাংলা ডেস্ক
২৯ জুন ২০২৪ ১৯:০২

ঢাকা: কুমিল্লার চাডিগাঁইয়া সমাজের কৃতী ব্যক্তিদের জীবনী সংকলন উজ্জ্বল নক্ষত্রের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বইটির লেখকসহ শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

বইটির প্রকাশক আবিদ-আবিদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মমতাজ উদ্দিন মৈশান, সাবেক বিভাগীয় কৃষি কর্মকর্তা গীতিকবি এম আবদুর রশিদ, রেলওয়ের সাবেক মহাপরিচালক আবু তাহের, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক আনিসুল ইসলাম মজুমাদর, পিডব্লিউডির সাবেক প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম মজুমদার ও সাবেক অধ্যক্ষ ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী।

সম্পাদনা পরিষদের সদস্য সালাম ফারুকের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন শফিকুল ইসলাম তালুকদার, এফসিএমএ, মনিরুল ইসলাম, অধ্যাপক রেজাউল করিম স্বপন, মনিরুজ্জামান মৈশান, রুমী মজুমদার, শহিদা বেগম, মো. আলমগীর হোসেন ও আয়েশা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মহিন উদ্দিন শিশির।

বইটিতে শিক্ষাবিদ, রজানীতিবিদ, সরকারি উচ্চপদ্স্থ কর্মকর্তা, প্রতিষ্ঠিত ব্যবসায়ীসহ ৭৬ জনের জীবনী স্থান পেয়েছে। ৫০০ টাকা মূল্যের এই বই বিক্রির সব টাকা আবিদ-আবিদা ফাউন্ডেশনের কল্যাণ তহবিলে ব্যবহার করা হবে।

সারাবাংলা/একে

আবিদা ফাউন্ডেশন উজ্জ্বল নক্ষত্র মোড়ক উন্মোচন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর