Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৪ ১৭:৪৩ | আপডেট: ২৯ জুন ২০২৪ ১৯:০২

ঢাকা : উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল তেল কিনবে সরকার। এর মধ্যে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন ও ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান অয়েল কেনা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৪৯৩ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকা।

শনিবার (২৯ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মাহমুদুল হোসাইন খান বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৫০ টাকা ৪৮ পয়সা ধরে মোট খরচ হবে ৩৩১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা। সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে এই তেল কেনা হবে।’

এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত পুনঃদরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান অয়েল কেনার অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত কমিটি। প্রতি লিটার ১৪৭ টাকা ৩৫ পয়সা হিসাবে এই তেল কিনতে মোট খরচ হবে ১৬২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ ভোজ্যতেল সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর