Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদককে ‘নো’ বলতে পারাটাই স্মার্টনেস: মেয়র আতিক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৪ ১৬:১০

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যে তরুণেরা মাদককে নো বলতে পারে তারাই প্রকৃত স্মার্ট, তারাই মর্ডান। কারণ তারা জানে মাদক একটি নীরব ঘাতকের নাম, সব শেষ করে দেয়। তাই মাদক থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং খেলাধুলায় নিজেকে বেশি বেশি ব্যস্ত রাখতে হবে।

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা উত্তরের মেয়র  উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় মেয়র বলেন, একটি শিশুর সুষ্ঠু মেধা বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে।

এ সময় তিনি শিশু-কিশোরদের খেলাধুলার বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানান। মেয়র বলেন, সন্তানকে দামি দামি মোবাইল ফোন না কিনে দিয়ে খেলার সামগ্রী কিনে দিলে বাচ্চারা ঠিকই মাঠে নেমে আসবে।

তিনি বলেন, বাচ্চাদের হাতে হাতে ফোন। দিনরাত তারা সেটা নিয়ে পড়ে থাকছে। তাদের এই অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে। আমাদেরকেই পরিবর্তন করতে সহযোগিতা করতে হবে।

খেলাধুলার দরজা সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশন তরুণ প্রজন্মকে স্বাগতম জানাতে রেডি। আমরা সব সময় তাদের পাশে থাকব।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।

সারাবাংলা/আরএফ/ইআ

মেয়র মো. আতিকুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর